About Us

Vision EBS is committed to nurture the inherent potential and talent of each child, creating lifelong learners who will be the leaders of tomorrow. With parents as our partners we aspire to create global citizens who are innovative and have a strong sense of values. Our vision is to make our students function as readers , writers and critical thinkers in a technologically advancing global society.

Mision In a caring culture EBS students will be able to communicate in Bengali. We increase the awareness of our own culture and appreciate the culture of others. We develop self confidence and speculation while learning and speaking the language. We enhance the interest of students in Bengali stories, poems , songs or any performing arts, debate and quizzes etc.


From Teacher's Desk

এ ভাষা নিজের ভাষা

ভাষা আমাদের অস্তিত্বকে, আবেগ -অনুভূতিকে প্রকাশ করে তার নিজের নিয়মেই | সে মুখে বলেই হোক বা কাগজে লিখে, মানুষ তার সমস্ত অবস্থান, জীবন অভিব্যক্তি, অন্তররূপ উদ্ঘাটন করে ভাষাকে আশ্রয় ক’রে | এই অন্তর্নিহিত ব্যঞ্জনা পৃথিবীর যে কোনো ভাষার জন্য একদম সত্য | কিন্তু যখন কথা হয় নিজের মাতৃভাষাকে নিয়ে তখন নিঃসন্দেহে বলতেই হয় মা যেমন তার সন্তানের লালন পালনে নিজের সমস্ত দিন-রাত এক করে দেয় তেমন মায়ের ভাষাই একটা শিশুর দিবারাত্রির কাব্য ! কখনো গানে, কখনো ছড়ায়, কখনো শাসনে, স্নেহচুম্বনে এই মায়ের ভাষাই শিশুর সার্বিক বিকাশের পথ সুগম করে | শিশুর মুখে প্রথম কথা ফোটে মাকে শুনেই, মায়ের নিজে হাতে গড়ে তোলা সংসারের, পরিবারের সমভাষী বাকি সদস্যদেরও ভূমিকা এক্ষেত্রে প্রায় সমান ! তাই বলা হয়, ভাষাশিক্ষার প্রাথমিক জ্ঞানটুকু শিশু তার নিজের বাড়িতেই পায় |

আজ এখানে যে ভাষা নিয়ে লিখতে বসেছি, বলাই বাহুল্য যে এ আমাদের প্রাণের প্রিয়, হৃদয়ের রসে সিক্ত বাংলাভাষা, আমার মাতৃভাষা | একটা সময় যখন আমি উচ্চশিক্ষার জন্য কলেজে পছন্দের বিষয় নির্বাচনের অভিপ্রায় বিভিন্নমহলে, অন্যান্য মহাবিদ্যালয়ে নিয়মিত যাওয়া আসা করছি তখন নিকটস্থ অনেকেই ভ্রু ভঙ্গে প্রশ্ন করেছিল " শেষপর্যন্ত বাংলা ? ", যেন কোনো এক গর্হিত কাজ সম্পন্ন করার জন্য আমি উদ্যত হয়েছি, এবার একে বলা প্রয়োজন যে তুমি ও পথে যেও না, কারণ তোমার জীবনপথ সুগম করার জন্য অন্তত বাংলাভাষা নয় | আমাদের মধ্যে অনেকেই এ বিষয়ে সহমত দেবেন, সত্যি তো, বাংলার জায়গা বিশ্বসংসারে এক কোণে পড়ে থাকার মতো ! কিন্তু কখনো কি ভেবে দেখছেন, এই বাংলাভাষা কত উৎকৃষ্ট, কত মাধুর্য্য তার, কত সংবেদনশীল, কত পরিণত ... এই মাতৃভাষাই শৈশবে আপনার মনন বিকাশে, চরিত্রগঠনে, আত্মবিশ্বাস জাগাতে সহায়তা করেছিল | যদিও কালের নিয়মে, সময়ের গন্ডি পার করে যে যার নিজের জায়গায় প্রতিষ্ঠিত | সে তো বাংলা পড়েও অনেকে সফল, বিদ্বান, সম্মানীয়পদে অধিষ্ঠিত | এগুলো চোখ এড়িয়ে যায় কি ? শুধু মেনে নিতে কষ্ট হয় | বাংলাভাষা, সাহিত্যের যে অগাধ বিপুল ঐশ্বর্য্য, যা বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করছে যুগ যুগ ধরে তার কথা তো সবারই জানা | তবুও এ ভাষা শিখতে গেলে একটু ভাবতে হয় | অন্য সকল বিষয়ে শিক্ষাগ্রহণে যথেচ্ছ মূল্য ব্যয় করা হয় ঠিকই কিন্তু বাংলাভাষা ? সেতো হেলা ফেলার বিষয় ! এতো কথা বললাম নিজের অভিজ্ঞতার কারণে | বহুজায়গায় দেখেছি , আঘাত পেয়েছি এমন পক্ষপাতদুষ্ট মনোভাবে | এ যেন নিজের হাতে নিজের সত্ত্বার বিসর্জন ! আমি মনে করি পৃথিবীর যে কোনো ভাষাকে, বিষয়কে উপযুক্ত সম্মান দেওয়া প্রয়োজন, তার থেকেই বিষয়ের প্রতি ভালোবাসা জন্ম নেয়, বোধ জাগ্রত হয় | নিজের মা'কে যেমন ভক্তি শ্রদ্ধা করো তেমনই মায়ের ভাষাকেও আদরে গ্রহণ করো | এও তোমার সম্পদ, তোমার গর্ব |

বাংলাভাষাকে ভালোবাসার কারণেই সূচনা হয় ‘এসো বাংলা শিখি', প্রবাসে বঙ্গশিশুদের -সন্তানদের বাংলা শেখানো | তবে এই স্বপ্ন দেখার সূত্রপাত আমার এক বন্ধু, দাদা জয়দীপ জানার উৎসাহে | মনে পড়ে, মাত্র ৫ জন ছাত্রছাত্রী নিয়ে এই যাত্রা শুরু হয়, সঙ্গে ছিল আমার প্রিয়, শিক্ষিকা প্রিয়াঙ্কা সেন দাস | এখনো সে যখন ছোটদের ক্লাস নেয়, মনে হয় যেন ধরাবাঁধা রোজকার নিয়মের জাল থেকে বেরিয়ে বাচ্চারা এক নতুন আনন্দের দোলায় চড়ে, ছোট কুঁড়ির মতো মাথা নাড়ছে, গান করছে, সর্বোপরি কত মজা করে বাংলা শিখছে ! প্রায় তিন বছরের বেশি বয়স হলো আমাদের এই বাংলা শিক্ষাকেন্দ্রের | আমার দেখে ভালো লাগে যে এখনো কিছু বাঙালিমনস্ক মানুষ রয়েছেন যারা তাদের পরবর্তী প্রজন্মকে এই ভাষার রূপ, রস, সৌন্দর্য্যের সঙ্গে পরিচিত করতে চান, তাদের এই আপ্রাণ চেষ্টাই প্রবাসে বাংলাভাষার নতুন দিগন্ত বিস্তার করবে ! সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কথ্যভাষার নিরিখে বিশ্বজগতে বাংলা সপ্তম স্থান অধিকার করে | সত্যি গর্বিত বাঙালি আমরা ! ভাষাসচেতনতা ও ইতিবাচক মনোভাবই ভাষার শ্রীবৃদ্ধির মূলকারণ | বাংলাভাষাকে বুকে নিয়ে, আগামী প্রজন্মকে সহযাত্রী করে আমরা এগিয়ে চলবো দুপাশে বকুল, পলাশ, শিউলি ফুলে সাজানো পথে, দোয়েল ,শালিক, ময়নার কলতানে শুনবো বাংলার মধুর সুর, এই পথ চলাতেই আমাদের আনন্দ, চরৈবেতি, চরৈবেতি |

অর্পিতা রায় ভট্টাচার্য
‘এসো বাংলা শিখি‘