LIBRARY

“Read books when you are free, read minds when you are'nt....but do read...”
- Rabindranath Tagore

বই টই

প্রেমেন্দ্র মিত্র

বই তো পড়ো টই পড়ো কি ?
তাই তো কাটি ছড়া |
বই পড়া যদি মিছেই যদি
না হলো টই পড়া |

টই পাওয়া যায় পড়তে কোথায় ?
বলছি তবে শোনো |
বই -এর মাঝে -ই লুকিয়ে থাকে
টই সে কোনো কোনো |

আর পাবে টই , সকাল বেলা
বই থেকে মুখ তুলে
হঠাৎ যদি বাইরে চেয়ে
মনটা ওঠে দুলে |

টই থাকে সব রোদ- ছোপানো
গাছের ডালা পাতায় ;
টই থাকে আর আকাশ -ছোঁয়া
খোলা মাঠের খাতায় |

টই চমকায় বিজলি হয়ে
আঁধার করা মেঘে ;
খই হয়ে টই ফোটে দিঘির
জলে বৃষ্টি লেগে|

টই কাঁপে সব ছোট্ট পাখির
রং বেরং -এর পাখায় ;
খোকা খুকুর মুখে আবার
মিষ্টি হাসি মাখায় |

বই পড়ো খুব , যত পারো ,
সঙ্গে পড়ো টই ;
টই নইলে থাকতো কোথায়
এতো রকম বই |

ই পড়ার সময় আমরা অনেক সময় কল্পনার জগতে চলে যাই | সেখানে আমাদের মন খুঁজে নেয় এক আশ্রয়ের ঠিকানা |

ই যেমন প্রচুর পড়তে হবে সঙ্গে মনকেও ভাসিয়ে দিতে হবে আরো গভীরে | তবেই জ্ঞানান্বেষণ সার্থক হবে , বই পড়ার আনন্দ প্রাপ্তি হবে |